1. admin@www.sojibcadetschoolbd.com : সজীব ক্যাডেট স্কুল :

প্রতিষ্ঠানের ইতিহাস

সজীব ক্যাডেট স্কুল – পাকুল্যা শাখা
যোগাযোগ: ০১৩৩১-০০৫৫১

সজীব ক্যাডেট স্কুল একটি স্বপ্নের নাম, যার যাত্রা শুরু হয়েছিল সুশৃঙ্খল, নৈতিক ও মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্যে। সেই স্বপ্নের পথচলারই একটি গৌরবময় অধ্যায় হলো পাকুল্যা শাখা

পাকুল্যা অঞ্চলের শিক্ষার উন্নয়ন ও শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে সজীব ক্যাডেট স্কুল-এর এই শাখাটি প্রতিষ্ঠিত হয়। প্রারম্ভিক পর্যায়ে স্থানীয় অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও শিক্ষানুরাগীদের অনুপ্রেরণায় গড়ে ওঠা এই শাখাটি অল্প সময়েই এলাকায় একটি সুপরিচিত শিক্ষা কেন্দ্র হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছে।

এই শাখায় ছাত্রছাত্রীরা পাচ্ছে—

✅ দক্ষ ও আন্তরিক শিক্ষকমণ্ডলী
✅ ক্যাডেট ধাঁচের শৃঙ্খলা
✅ নৈতিক শিক্ষার বিশেষ গুরুত্ব
✅ পাঠক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম
✅ শিশু বান্ধব পরিবেশ ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদান

সজীব ক্যাডেট স্কুল – পাকুল্যা শাখা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—একটি জাতিকে এগিয়ে নিতে হলে প্রথমে শিক্ষাকে শক্তিশালী করতে হবে, আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি নিরলসভাবে।

সজীব ক্যাডেট স্কুল – পাকুল্যা শাখা:
জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতায় সমৃদ্ধ আগামী প্রজন্মের দিশারী।

প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট