চেয়ারম্যানের বাণী
সজীব ক্যাডেট স্কুল
সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীবৃন্দ,
আসসালামু আলাইকুম।
সজীব ক্যাডেট স্কুল কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি একটি স্বপ্ন, একটি অঙ্গীকার। আমরা একটি এমন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি যারা হবে শিক্ষিত, নীতিবান, দেশপ্রেমিক ও নেতৃত্বদানে সক্ষম।
সজীব ক্যাডেট স্কুল প্রতিষ্ঠার পেছনে মূল প্রেরণা ছিল একটি শৃঙ্খলাবদ্ধ, মানসম্মত এবং নৈতিক শিক্ষা পরিবেশ সৃষ্টি করা, যেখানে প্রতিটি শিশু তার সম্ভাবনাকে বিকশিত করার উপযুক্ত সুযোগ পাবে। আমাদের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, সময়োপযোগী পাঠক্রম এবং মূল্যবোধভিত্তিক শিক্ষাদান পদ্ধতি—সবই সজীব ক্যাডেট স্কুল-কে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করছে।
আমি বিশ্বাস করি, সজীব ক্যাডেট স্কুল আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি গৌরবময় অবস্থানে পৌঁছাবে ইনশাআল্লাহ। এ পথচলায় আমি সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সহযোগিতা কামনা করি।
আসুন, আমরা একসাথে গড়ে তুলি একটি আলোকিত ভবিষ্যৎ—সজীব ক্যাডেট স্কুল-এর আলোয়।
সজীব ক্যাডেট স্কুল—আদর্শের দিকে দৃঢ় পদক্ষেপ।
শুভ কামনায়,
ইন্জিনিয়ার সজীব সরকার
𝐁.𝐬𝐜,𝐌.𝐬𝐜 (𝐄𝐄𝐄, 𝐈𝐬𝐥𝐚𝐦𝐢𝐜 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲)
চেয়ারম্যান
সজীব ক্যাডেট স্কুল